অভিনেতা খলিল আর নেই
বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা খলিল উল্লাহ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুস, লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ৩টায় এফডিসিতে খলিলের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা সলিমুল্লাহ রোডে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্প্রতি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।
১৯৩৪ সালে ভারতের মেদিনিপুরে জন্মগ্রহণ করেন খলিল। টিভি নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। জহির রায়হানের ‘সোনার কাজল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন এই অভিনেতা।