লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
পবিত্র হজ, রাসূল সা: ও তাবলিগ জামাত সম্পর্কে বিরূপ মন্তব্য করে মন্ত্রিসভা থেকে অপসারিত আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
রোববার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন। এ ছাড়া আগামী ১৫ মার্চ ওই মামলায় অভিযোগ শুনানির দিন ধার্য করা হয়েছে।
আজ মামলাটিতে চার্জ শুনানির কথা ছিল। সে অনুযায়ী মামলার বাদি আইনজীবী আবেদ রেজা আদালতে উপস্থিত হলেও আব্দুল লতিফ সিদ্দিকীকে হাজির করা হয়নি।
উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর থেকে কারাগারে আছেন। শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।