ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে লন্ডভন্ড ফিলিপাইন
ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আজ রোববার সকালে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিট। শক্তিশালী এই ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপাইনের একটি বড় অংশ। বিশেষ করে উপকূলীয় শহরগুলো গাছপালা উপড়ে ও বৈদ্যুতিক সংযোগ ছিন্নভিন্ন হয়ে সমুদ্রের শক্তিশালী ঢেউয়ে ব্যাপক হুমকির মুখে পড়েছে। অবশ্য, প্রাণহানির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। আগেই কয়েক লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল।
বিবিসি জানিয়েছে ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে ফিলিপিন্সের টাকলোবান শহরে বেশকিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
ঐসব বাড়িঘরে বসবাসরতরা মোমবাতি জ্বালিয়ে স্থানীয় স্কুল, গীর্জা ও খেলাধুলার জন্য যেসব কেন্দ্র রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে।
গত বছর ঘূর্ণিঝড় হাইয়ানের ভয়াবহতার মতো এবারও একই আশংকা করছেন এসব অধিবাসীরা। ২০১৩ সালে ওই ঝড়ে ৭ হাজারেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছিল।