নিউইয়র্কে ব্রিটিশ রাজদম্পতি

Kateব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও তার সন্তান সম্ভাবা স্ত্রী কেট নিউইয়র্ক গেছেন। তারা তিন দিনের সফরে রোববার নিউইয়র্ক আসেন। স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টায় নিউইয়র্কের পূর্বাঞ্চলের কার্লাইল হোটেলের বাইরে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের মোটরগাড়ি এসে থামে। এ সময়ে উৎফুল্ল জনতা তাদের দেখতে সেখানে ভিড় করে। দর্শনার্থীদের উদ্দেশে হাসি উপহার দিয়ে উভয়ে হোটেলে ঢুকে পড়েন।
নিউইয়র্কে ব্রিটিশ কনস্যুলেট এক টুইট বার্তায় বলেছে, ডিউক ও ডাচেস অব কেমব্রিজ নিউইয়র্ক পৌঁছেছেন।
কেট এপ্রিলে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার পরনে ছিল বেগুনি রঙের মেটার্নিটি কোর্ট। তবে প্রথম সন্তান জজর্কে এ সফরে আনা হয়নি।
বিয়ের পর ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসের এক সংক্ষিপ্ত সফরের পর এটি তাদের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাইরে এটি তাদের দ্বিতীয় সফর।
উইলিয়াম সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবেন। এ সময়ে তিনি বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা নিয়ে কথা বলবেন যা তার আবেগ একটি বিষয়।
ওবামার সাথে বৈঠকের পর উইলিয়াম বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংকেও ভাষণ দেবেন।
পিতা প্রিন্স চার্লস-এর পর সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম বর্তমানে ব্রিটিশ রাজত্বের জন্যে অনেক দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া রাণী দ্বিতীয় এলিজাবেথও নব্বইয়ের কোঠায় পড়ায় উইলিয়ামকে দাদির হয়ে অনেক দায়িত্ব নিতে হচ্ছে।
‘দ্য নিউ রয়্যাল ফ্যামিলি’র লেখক রবার্ট জনসন বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সফর। তিনি একে উইলিয়ামকে আবারো কূটনৈতিক ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় প্রতিষ্ঠার উদ্যোগ বলে বর্ণনা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button