পার্লামেন্টে কী করছিলেন ব্রিটিশ এমপি
ব্রিটেনে এক এমপি স্বীকার করেছেন যে পার্লামেন্টারি কমিটির শুনানির সময় তিনি কম্পিউটারে গেম খেলছিলেন। ওই গেমটির নাম ক্যান্ডি ক্রাশ সাগা, যা সম্প্রতি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ট্রেনে বাসে বসে অনেক যাত্রী এই গেমটি খেলে সময় কাটাতে পছন্দ করেন।
দ্য সান পত্রিকায় ওই এমপির একটি ছবিও ছাপা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি একটি ট্যাবলেট কম্পিউটারে ওই গেমটি খেলছিলেন।
ওই এমপি হচ্ছেন নাইজেল মিলস যিনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এক এমপি।
পেনশন সংস্কারের বিষয়ে গত সপ্তাহে পার্লামেন্টারি কমিটির শুনানি চলার সময় তিনি যখন ক্যান্ডি ক্রাশ খেলছিলেন তখন তিনি ক্যামেরায় ধরা পড়েন।
পত্রিকাটি বলছে যে তিনি দুই ঘণ্টারও বেশি সময় ধরে ক্যান্ডি ক্রাশ খেলছিলেন।
ওই এমপি দাবি করেছেন যে, তিনি গেম খেললেও শুনানিতে তার পূর্ণ মনোযোগই ছিল। তবে স্বীকার করেছেন যে তিনি একটি কি দুটি গেম খেলে থাকতে পারেন।
তিনি বলেন, ভবিষ্যতে এধরনের খেলা থেকে তিনি নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন।
বলা হচ্ছে ৫০ কোটি মানুষ তাদের কম্পিউটার বা আই ফোনে এই ক্যান্ডি ক্রাশ গেম ইনস্টল করেছেন।
ব্রিটেনে এক সমীক্ষায় দেখা গেছে ৬০ শতাংশ মানুষ কাজে আসা যাওয়ার সময় এই এই গেম খেলেন। আর কাজের মধ্যেই খেলেন প্রায় ২৮ শতাংশ লোক।