সিলেট মহানগর মজলিস’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিন বলেছেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি জাতির জন্য অশনি সংকেত। অসহনীয় জীবনযাত্রায় এসবের মূল্য বৃদ্ধি গোটা দেশের মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি করবে। এ থেকে পরিত্রাণ পেতে দেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার বিদেশী প্রভুদের খুশী রাখতে বাংলাদেশের জনগণের উপর করের বোঝা বাড়ানোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও মূল্য বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে। জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রভাব গোটা সমাজের উপর পরবে। তাই জালিম এই সরকারের স্বৈরচারী শাসন ক্ষমতার অবসানে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকার মুর্তাদ লতিফ সিদ্দিকীকে নিয়ে যে নাটক শুরু করেছে তাদের পতনের মাধ্যমে এ নাটকের যবনিকা ঘটবে।
তিনি সোমবার বাদ মাগরিব নগরীর মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, অফিস সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ রেজাউল হক, মহানগর নির্বাহী সদস্য মাওলানা ফাহাদ আমান, মোঃ আব্দুল গাফফার, হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, হাফিজ আব্দুল কাইয়ুম, মৌলভী আব্বাস জালালী, মোঃ আব্দুল আজিজ, মাওলানা ফয়জুন নূর, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আনহার আলী, হাফিজ মঞ্জুর আহমদ, মাওলানা বদরুল আলম, মাওলানা আবুল কালাম, মোঃ কছির আহমদ, মাওলানা আজিজুল হক, মোঃ আব্দুল খালিক, মোঃ শোয়ইব আহমদ, মাওলানা কাওছার আহমদ হাসানী, মোঃ আফাজ উদ্দিন, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, কারী মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুস সোবহান, হাফিজ মাওলানা মামুন আহমদ প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস এর দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাষ্টার মুরাদ আহমদ মারুফ ও আফাজ উদ্দিন সংগঠনে যোগদান করেন।