মিসরে ব্রিটিশ ও কানাডীয় দূতাবাস বন্ধ ঘোষণা
নিরাপত্তাজনিত কারণে মিসরের রাজধানী কায়রোর দূতাবাস বন্ধ করে দিয়েছে কানাডা। কায়রোতে ব্রিটিশ দূতাবাস বন্ধের একদিন পরই কানাডা এ সিদ্ধান্ত নিল। কানাডার এক নাগরিক (ইসলামিক তার দেশের লোকদের ওপর হামলা চালানোর আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশের জের ধরে এই সিদ্ধান্ত নেয়া হলো কিনা তা স্পষ্ট নয়। রবিবার প্রকাশিত ওই ভিডিওতে কানাডার সৈন্য ও অটোয়ায় সংসদ ভবনে হামলার আহ্বান জানানো হয়। ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছে তাতে কানাডাও অংশ নিয়েছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে রবিবার থেকে কায়রোর ব্রিটিশ দূতাবাস বন্ধ রাখা হয়েছে। কানাডা আবার কবে দূতাবাস খুলবে তা স্পষ্ট নয়। দূতাবাসের এক বিবৃতিতে এটাকে ‘সাময়িক’ বলা হয়েছে। সিনাইভিত্তিক সশস্ত্র সংগঠন আনসার বেইত আল-মাকদিক আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে। সাম্প্রতিব মাসগুলোতে সংগঠনটির হাতে মিসরের বহু সেনা ও পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে।