ফিলিস্তিনকে আইসিসির স্বীকৃতি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর মাধ্যমে অধিকৃত অঞ্চলে ইসরাইলের যুদ্ধাপরাধের বিচার করার পথ পরিষ্কার হলো।
আলজাজিরার কূটনীতি বিষয়ক সম্পাদক জেমস বেস নিউইয়র্ক থেকে জানিয়েছেন, সোমবার আইসিসির অ্যাসেম্বলি অব স্টেট পার্টির উন্মুক্ত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মানে হলো ফিলিস্তিন ‘নন স্টেট পার্টি অবজার্ভার’ হিসেবে তালিকাভুক্ত হলো। এই তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশ তথা রোম চুক্তিতে সই করেনি এমন দেশগুলো রয়েছে।
অন্য কথায়, এখন আইসিসির স্বাক্ষরকারী দেশগুলো এখন ফিলিস্তিনকে হতে যাওয়া রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। এখন যদি ফিলিস্তিন রোম চুক্তিতে সই করার আবেদন করে, তবে তা প্রত্যাখ্যান করা কঠিন হবে।
আইসিসি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা যা জাতিসঙ্ঘের অধীনস্থ নয়। সংস্থাটি বিভিন্ন দেশে সংগঠিত গুরুত্বপূর্ণ অপরাধের বিচার করে থাকে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদান পেয়ে থাকে সংস্থাটি।