শ্রমিক পাঠানোয় প্রতারণায় ১০ বছরের জেল
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের ঘটনায় ১০ বছর সাজার বিধান রেখে আইন করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩’ চূড়ান্ত অনুমোদন পায়। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, বিদেশে শ্রমিক পাঠানোর প্রতারণায় ১০ বছর কারাদণ্ডের সঙ্গে ন্যূনতম ৫ লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল এই আইনে নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তবে তখন সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড ছিল। চূড়ান্ত অনুমোদনের সময় সাজার মাত্রা বেড়েছে।