তুরস্কের শিক্ষা ব্যবস্থায় আবারো ফিরছে আরবি হরফ
তুরস্কের শিক্ষা ব্যবস্থায় আবারো আরবি হরফের অটোমান ভাষা চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান। সোমবার আঙ্কারায় ‘৫ম ধর্মীয় সম্মেলন’ এ দেয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এদিকে প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে দেশটির সেক্যুলারপন্থীরা। তারা বলছে, “প্রেসিডেন্ট ইসলামপন্থী এজেন্ডা বাস্তবায়ন করছেন।”
আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ১৯২৮ সালে অটোমান ভাষা নিষিদ্ধ করে তার বদলে ল্যাটিন বর্ণ চালু করেন।
এরদোগান বলেন, “দেশের হাইস্কুলগুলোতে অটোমান ভাষা চালু করা হবে। এ নিয়ে যে যাই বলুক তা করা হবে।”
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “সমালোচক হচ্ছেন তারা, যারা চান না অটোমান ভাষা শিখতে কিংবা শেখাতে। এটা খুবই ভয়ংকর একটা দিক।”
এ সপ্তাহের শেষ দিকে বার্ষিক সভায় বসছে তুরস্কের জাতীয় শিক্ষাবোর্ড। সেখানে স্কুল পর্যায়ে অটোমান ভাষা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এরদোগান বলেন, “এটা বিদেশীদের কোন ভাষা নয়।এটা তুর্কিদের নিজস্ব ভাষা।এর প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না।”