রুশনারা আলী ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত
বেথনালগ্রিন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী হাউস অব কমন্সের ট্রেজারি সিলেক্ট কমিটির (অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির) সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি তিনি লেবার পার্টির প্রতিনিধি হিসেবে কমন্সের ১৩ সদস্যের এ গুরুত্বপূর্ণ কমিটিতে যোগ দেন।
এইচ এম ট্রেজারি, এইচএম রেভিনিউ এন্ড কাস্টমস এবং তার অধীনস্থ যাবতীয় পাবলিক সংস্থা, ব্যাংক অব ইংল্যান্ড, ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি ইত্যাদি সংস্থা তথা গ্রেট বৃটেনের অর্থ সংক্রান্ত যাবতীয় বিষয়াদি তদারকি করাই হচ্ছে এ কমিটির প্রধান কাজ।
এ কমিটি হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ১৯টি কমিটির মধ্যে অন্যতম। এ কমিটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে এবং তাদের কার্যসূচি তারাই নির্ধারণ করে। কোন বিষয়ে তদন্তকালে সংশ্লিষ্ট সংস্থার প্রধানসহ যে কোনো ব্যক্তি এ কমিটির কাছে জবাবদিহি করতে আইনগতভাবে বাধ্য। এ কমিটির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কনজারভেটিব পার্টির এমপি এন্ড্রু টায়ার।
১৩ সদস্যের ট্রেজারি সিলেক্ট কমিটিতে রুশনারা আলীসহ লেবার পার্টির মোট ৫ জন এমপি রয়েছেন। বাকি সদস্যদের মধ্যে কনজারভেটিব পার্টির ৬ জন এবং লিবডেম ও স্কটিশ ন্যাশনাল পার্টির ১ জন করে এমপি রয়েছেন।
এদিকে গত ৮ ডিসেম্বর রুশনারা আলী প্রথমবারের মতো কমিটির মিটিংয়ে যোগ দেন। বৈঠকে এটিএম ক্যাশ মেশিন থেকে ক্যাশ উত্তোলনের সময় অন্যায্যভাবে ২ পাউন্ড চার্জ করার বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রুশনারা আলী এ সংক্রান্ত নতুন রেগুলেটরি সংস্থার কাছে বেথনালগ্রিন এন্ড বো এর মতো বঞ্চিত এলাকাগুলোতে ২ পাউন্ড চার্জ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি উদাহরণ তুলে ধরে বলেন, পশ্চিম লন্ডনের ধনাঢ্য স্লোয়ান স্কয়ার এলাকার নিকটস্থ ১৪% এটিএম ক্যাশ মেশিন অর্থ উত্তোলনের জন্য ২ পাউন্ড চার্জ করে। অথচ হোয়াইট চ্যাপলের মতো দরিদ্র এলাকায় এ চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে ৩৪% ক্যাশ মেশিনে অর্থাৎ প্রতি ৩টি ক্যাশ মেশিনের একটিতে ২ পাউন্ড চার্জ করা হয়।
বৈঠক শেষে রুশনারা আলী তার প্রতিক্রিয়ায় বলেন, অন্যান্য এলাকার বাসিন্দাদের মতো বেথনালগ্রিন এন্ড বো এলাকার বাসিন্দাদেরও সমান অধিকার রয়েছে। তিনি বলেন, এ ধরনের বৈষম্যমূলক আচরণ কেলেঙ্কারি এবং তা এদেশের মিলিয়ন মানুষকে আক্রান্ত করে। আর তাই এ ধরনের আচরণ বিনা চ্যালেঞ্জে যাওয়া উচিৎ নয়। আমি আনন্দিত যে, পেমেন্ট সার্ভিস অথরিটি এ বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছে। আমি বেথনালগ্রিন এন্ড বো-এর বাসিন্দাদের সমান অধিকারের জন্য ব্যাংক অব ইংল্যান্ড, ফাইন্যান্সিয়াল রেগুলেটর অথবা স্বয়ং চ্যাঞ্চেলরকে জবাবদিহিতার মধ্যে রাখব।
সবশেষে রুশনারা ট্রেজারি সিলেক্ট কমিটিতে তাকে ভোট দিয়ে নির্বাচিত কার জন্য দলীয় এমপিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।