বিশ্বের বুকে পর্যটনের নতুন গন্তব্য বাংলাদেশ : মেনন

Manonবিশ্বের বুকে পর্যটনের নতুন গন্তব্য আজ বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ‘র উদ্যোগে ‘ইকোটুরিজম অ্যান্ড হেলথ’শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন পর্যটন খাতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের ইকোটুরিজম সম্পর্কেও আলোকপাত করেন।
স্কুলের পোস্ট গ্রাজুয়েট প্রোগামের ডিরেক্টর ডঃ আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘হেলথ কমিউনিকেশন্স নেটওয়ার্ক’র চিফ এক্সিকিউটিভ অফিসার লুসা মির্জা।
মন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানান প্রো-ভাইস চ্যান্সেলর লরিয়েট প্রফেসর ডঃ জন এইটকেন। লুসা মির্জা তার উপস্থাপনায় পর্যটনের অন্যতম গন্তব্য হিসেবে বাংলাদেশকে চমৎকারভাবে তুলে ধরেন। পাশাপাশি পরিবেশবান্ধব ইকোটুরিজম ও পর্যটনের সাথে সংশ্লিষ্ট জনস্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহের উপর বিস্তারিত আলোকপাত করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর ক্লিনিক্যাল ইপিডেমিওলজিও বায়োস্ট্যাটিক্সের পরিচালক অধ্যাপক ডঃ জন হল এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ এরভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ব্রায়ান কেলি।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক কিপ্রোস কিপরি, অধ্যাপক কেভিন লিয়ন্স, অধ্যাপক ক্রিস কিউলি, বিজ্ঞানী মার্ক ম্যাকভয়, লুৎফুন্নেসা, দীপংকর সাহা দীপু, ডঃ শাখাওয়াৎ নয়ন, তানভীর আবীর, ডাঃ ফখরুল ইসলাম, ডাঃ মাসুমা খানম, ডাঃ মাহফুজা রিফাত, ডাঃ সুমাইরা হুসাইন, শুভংকর বিশ্বাস, পাভেল, আনিকা, আসমা, টুম্পা, খায়রুল, আলমামুনসহ আরো অনেকে।
প্রসঙ্গত, রাশেদ খান মেনন সোমবার সিডনির ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ণ সিডনিতে এবং আগামীকাল ক্যানবেরাস্থ ইউনিভার্সিটি অব ক্যানবেরায় বাংলাদেশের পর্যটনের উপর আয়োজিত দুটো সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button