নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক জোট
ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে দেশটির দুটি বিরোধী রাজনৈতিক দল। লেবার পার্টি ও হাতুহা পার্টি বুধবার নিজস্ব জোটের ঘোষণা দেয়। খবর আল জাজিরার।
‘টুগেদার উই উইন’ সেøাগান সামনে রেখে লেবার পার্টির নেতা ইসাক হের্তজগ ও হাতুহা পার্টির নেতা জিপি লিভনি এ ঘোষণা দেন। এ সময় আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর দলকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। হের্তজগ বলেন, ‘আমরা জনগণ ম্যান্ডেট পাব আমি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কাজ করব এবং লিভনি পরের দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।’ লিভনি বলেন, ‘চরমপন্থী ডান দলগুলোর বিরুদ্ধে মধ্যপন্থী ইহুদিরা আজ জেগে উঠেছে।’ সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১২০ আসনবিশিষ্ট ইসরাইলী পার্লামেন্টে ২৪টি আসন পেতে পারে হের্তজগ-লিভনির জোট।
দেশটিতে আগামী বছর নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টি বর্তমানে জোটবদ্ধ দলগুলোকে নিয়ে ইসরাইল শাসন করছে।
২০১৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে ৪ বছরের জন্য ক্ষমতায় বসে তারা। এর আগে সরকারের নীতিমালার বিরোধিতার অভিযোগে দেশটির বিচারমন্ত্রীর পদ থেকে জিপি লিভনি ও অর্থমন্ত্রীর পদ থেকে ইয়াইর ল্যাপিডকে বরখাস্ত করেন নেতানিয়াহু।