যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১০
যশোর-চৌগাছা সড়কের পোলতাডাঙ্গায় ট্রাকের চাপায় স্থানীয় বাহন করিমনের তিন যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার এসআই মিরাজ মোসাদ্দেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে আবু হানিফ (২৫) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র। তিনি ফিজিক্যাল এডুকেশন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি টাঙ্গাইলে। অন্য দুই জন চৌগাছা উপজেলার চাঁন্দা-আফরা গ্রামের মাওলানা হাবিবুর রহমান বুলবুলের স্ত্রী খাদিজা বেগম (৫০) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে আনিসুর রহমান (২২)।
কোতোয়ালি থানার এসআই মিরাজ জানান, চৌগাছা থেকে করিমনটি যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল। পথে সদর উপজেলার পোলতাডাঙ্গায় পৌছালে যশোর থেকে চৌগাছাগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়।
আহতদের মধ্যে সাতজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, যবিপ্রবির কর্মচারী বিথী (২৮), চৌগাছা উপজেলার দুর্গাপুর গ্রামের তাহাজ্জেলের স্ত্রী স্বপ্না (২৪) ও তার মেয়ে রতনা এবং একই গ্রামের জাহাতাবের স্ত্রী খাদিজার (৩৫) ও তার মেয়ে বৃষ্টি।