টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে ইবোলার বিরুদ্ধে লড়াই করা ব্যক্তিরা। কোন বিশেষ ব্যক্তি নন। এ লড়াইয়ে নিয়োজিত সব মেডিককে রাখা হয়েছে এতে। গতকাল টাইম ম্যাগজিন এ ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত এ রোগে কমপক্ষে ৬৩০০ মানুষ নিহত হয়েছেন। এর বিরুদ্ধে লড়াই করছেন যেসব চিকিৎসক, নার্স, সংশ্লিষ্টরা তাদেরকে করা হয়েছে পারসন অব দ্য ইয়ার। এখানে উল্লেখ্য, ইবোলা ছড়িয়ে পড়েছে লাইবেরিয়া, গায়েনা, সিয়েরা লিয়ন, নাইজেরিয়া, মালি, স্পেনে। জার্মানি ও যুক্তরাষ্ট্রেও দেখা দিয়েছে ইবোলা। টাইম ম্যাগাজিনের সম্পাদক ন্যান্সি গিবস এক ঘোষণায় বলেছেন, এসব মেডিকসের জন্য বাকি বিশ্বের মানুষ এখনও শান্তিতে ঘুমাতে পারছে। এসব মেডিকস ক্লান্তিহীনভাবে যে সাহস দেখিয়ে যাচ্ছেন, মানুষকে ঝুঁকি সম্পর্কে অবহিত করছেন তাদেরকে করা হয়েছে পারসন অব দ্যা ইয়ার।