রাজকুমারীকে ছুঁয়ে বিপাকে জেমস
ব্রিটিশদের রাজভক্তি নিয়ে আহ্লাদিত ভাবটা এখনও বেশ প্রবল। রাজপরিবারের কাউকে স্পর্শ করা তাদের ঐতিহ্যবহির্ভূত একটি ব্যাপার। ব্রিটিশদের এই নাক উঁচু স্বভাবের কথা হয়তো জানা ছিল না যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের। তাই বৃহস্পতিবার নিউইয়র্কে ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স বনাম ব্রুকলিন নেটসের খেলা দেখার পর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার সময় ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ কেট উইলিয়ামের কাঁধে হাত রাখেন জেমস। ব্রিটিশ রাজকুমারী যে সাধারণের কাছে অচ্ছুৎ সেটা হয়তো জানা ছিল তার। আর জেমসের এমন কাণ্ডেই ব্রিটিশ মিডিয়াগুলো জাত গেল … জাত গেল … ধরনের হৈচৈ ফেলে দিয়েছে। ব্রিটেনের এটিকেট বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে বলেছেন, ‘ডাচেস এ নিয়ে চিন্তা না করলেও জেমসের উচিত ছিল ওইভাবে তার গায়ে হাত না দেওয়া। আসলে, মার্কিনিরা ব্রিটিশ রাজপরিবারকে একটু ছুঁতে চায়। এতদিনেও ওরা ব্রিটিশ আদব-কায়দা শিখল না।’ এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের সমালোচনায় টুইটারে পাল্টা স্টেটাস দিয়েছেন মার্কিনিরা। সবাই জেমসের পাশে দাঁড়িয়েছেন। বেশিরভাগ পোস্টের বক্তব্য, জেমসের এ ব্যবহার বন্ধুত্বপূর্ণই ছিল, নিয়ম ভাঙা তার উদ্দেশ্য ছিল না। অনেকের আবার মন্তব্য, ‘মার্কিনিরা এমন করেই সম্মান জানায়। সেটা আপনার ভালো বা খারাপ লাগলে কিছু করার নেই।’ ডেনভার ডিসপিউটের জেফ ট্রড লিখেছেন, ‘ব্রিটিশ আদব-কায়দা বাকিংহাম প্যালেসে গেলে প্রযোজ্য। কিন্তু বাস্কেটবল কোর্টে আমাদেরই নিয়ম চলবে।’