১২ বছর পর ইতালি-আর্জেন্টিনা মুখোমুখি

Italy১২ বছর পর রোমে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা।  ১৯৭৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি। এর মধ্যে ১৯৯০ সালে স্বাগতিক ইতালিকে হারিয়েছিল ডিয়াগো ম্যারাডোনার দল। এর পর কেবল ২০০১ সালে রোমে মুখোমুখি হয়েছিল দুই দল, যাতে আর্জেন্টিনা জেতে ২-১ গোলে।
আগামী বুধবার ইতালি-আর্জেন্টিনা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে আরো ৫০টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। কনফেডারেশন্স কাপজয়ী ব্রাজিল মুখোমুখি হবে স্বাগতিক সুইজারল্যান্ডের।
বুধবার ওয়েম্বলিতে ইংল্যান্ড খেলবে প্রতিবেশী স্কটল্যান্ডের সঙ্গে। ব্রাসেলসে হবে বেলজিয়াম ও ফ্রান্সের লড়াই।
সুইডেন রাজধানী স্টকহোমে খেলবে প্রতিবেশী নরওয়ের সঙ্গে। তবে কিছু দেশকে প্রীতি ম্যাচ খেলতে পাড়ি দিতে হবে অনেকটা পথ।
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন খেলতে যাবে ইকুয়েডরে। উরুগুয়ে পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে যাবে জাপানে। দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ প্যারাগুয়ে প্রীতি ম্যাচ খেলতে যাবে জার্মানিতে।
নিরপেক্ষ ভেন্যু নিউইয়র্কে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও মেঙিকো। আর মার্কিনিরা বসনিয়ার সঙ্গে খেলবে সারায়েভোতে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button