ট্রাক্টরে চেপে ইউরোপ থেকে অ্যান্টার্কটিকায়
ডাচ অভিনেত্রী ও অভিযাত্রী ম্যানন ওসেভুর্ট এক দুঃসাহসিক অভিযান চালিয়ে দক্ষিণ মেরু পৌঁছেছেন। তিনি একটি ট্রাক্টরে চেপে ইউরোপ থেকে আফ্রিকা হয়ে মঙ্গলবার বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছান। আর এভাবে তিনি তার এক দশকের স্বপ্ন পূরণ করেন।
দক্ষিণ মেরুতে পৌঁছানোর পর ওসেভুর্ট স্যাটেলাইটট টেলিফোনের মাধ্যমে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই সাফল্য আমার জন্য খুবই আবেগঘন। আমি অত্যন্ত আনন্দিত।’ ‘এখানে পৌঁছানোটা আমার কাছে সত্যিই ইন্দ্রজালের মত মনে হচ্ছে।’
ওসেভুর্টের ১০ মাস বয়সী একটি শিশু সন্তান আছে।
তিনি বলেন, মাত্র ১৬ দিনে রাশিয়ার নভো ঘাঁটি থেকে পৃথিবীর বৃহত্তম একক বরফাঞ্চলের ২ হাজার ৫শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রকৃতপক্ষেই খুবই কঠিন। তিনি ম্যাসি ফার্গুসন ট্রাক্টরে ঘন্টায় গড়ে ১০ কিলোমিটার গতিতে এবড়োথেবড়ো বরফাঞ্চল পাড়ি দিয়েছেন। তিনি বলেন, আমাকে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে।
ওসেভুর্ট ২০০৫ সালে তার ভ্রমণ শুরু করেন। তিনি হল্যান্ডে তার নিজ বাড়ি থেকে আফ্রিকার দক্ষিণাঞ্চলের প্রান্তভাগ কেপটাউনে আসতে চার বছর সময় নেন। তবে সেবার তিনি অ্যান্টার্কটিকাগামী নৌকা মিস করেন। এতে হতাশ হয়ে পড়েন। এরপর তিনি চার বছর হল্যান্ডে থাকেন। এ সময় তিনি বই লিখেছেন, উদ্বুদ্ধকরণ বক্তা হিসেবে কাজ করেছেন এবং প্রাণপণে একটি ট্রাক্টর পাওয়ার চেষ্টা করেন। এরপর মেসি ফার্গুসন ও অন্যান্য কোম্পানি তাকে অর্থায়ন করে। অবশেষে তিনি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। ছোটদের জন্য একটি বই লেখা এবং তার ভ্রমণের ওপর একটি ছবি তৈরির পরিকল্পনা তার রয়েছে।