ফ্রান্সের সিনেটেও এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি
ফ্রান্সের নিম্মকক্ষের পর এবার উচ্চকক্ষ বা সিনেটেও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। ইউরোপের একের পর এক দেশের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাসের ধারাবাহিকতায় ফরাসি সিনেট এ সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার ১৫৪-১৪৬ ভোটে প্রস্তাবটি পাস হয়। এর আগে গত সপ্তাহে ফরাসি সংসদের নিম্নকক্ষেও বিশাল ব্যবধানে অনুরূপ একটি প্রস্তাব পাস হয়। ইহুদিবাদী ইসরাইলের বর্বরতায় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তিরোহিত হওয়ায় হতাশ ইউরোপের বিভিন্ন দেশের সংসদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানাচ্ছে। এসব প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক না হলেও এতে সরকারগুলোর ওপর নৈতিক চাপ বাড়ছে এবং বিপাকে পড়ছে ইসরাইল।