হজযাত্রী বহনকারী এয়ার লাইন্সগুলোর জন্য সতর্কতা
হজ মওসুমে নির্দিষ্ট সময় অতিক্রম করে অবস্থানকারী হজযাত্রীদের বহনকারী এয়ার লাইন্সগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপ জানান, আগামী হজ মওসুম শুরু হওয়ার আগে এয়ারলাইন্স মালিকদের হজযাত্রীদের নামের তালিকা এবং তাদের আগমন ও নিগর্মনের হিসাব টাইম টু টাইম পরিবেশন করার আহ্বান জানিয়েছে। এ কার্যক্রমের সামান্য অন্যথা হলে সংশ্লিষ্ট এয়ার লাইন্সকে জরিমানা করারও নিয়ম রাখা হয়েছে। প্রতিবছর বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখের মতো হজযাত্রী সৌদি আরবে হজ করার জন্য আসেন। হজযাত্রীদের কিছু সংখ্যক পবিত্র মক্কা ও মদিনায় অনির্ধারিত সময় অবস্থানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।