লন্ডনে বিমান চলাচল আবার শুরু

Flightলন্ডনের বিমানবন্দরগুলোতে বিমান ওঠা-নামা আবার শুরু হয়েছে। কারিগরি কারণে কম্পিউটার অচল হয়ে পড়ায় শুক্রবার বেশ কয়েক ঘণ্টা বিমানবন্দরগুলো বন্ধ ছিল। এ ধরনের অচলাবস্থা নজিরবিহীন বলে জানিয়েছে ব্রিটিশ বিমান চলাচল সেন্টার। ব্রিটিশ সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে।
ব্রিটেনর জাতীয় বিমান চলাচল সংস্থা ন্যাটস জানিয়েছিল, দক্ষিণ লন্ডনের স্যানউইচে তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের কারিগরি সমস্যার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
ইউরোপের সবচেয়ে ব্যস্ত লন্ডনের হিথ্রু ছাড়াও গ্যাটউইক, লুটন, স্ট্যাস্টেড ও লন্ডন সিটি বিমানবন্দর বন্ধ হয়ে যায়। তবে ম্যানচেস্টার বিমানবন্দর জানিয়েছিল, তাদের কোনো সমস্যা নেই। তারা লন্ডনের বিমানগুলো গ্রহণ করতে প্রস্তুত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button