আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ধস
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে নেমে এসেছে। ২০০৯ সালের জুলাই মাসের পর এই প্রথম তেলের দাম এ পর্যায়ে নেমে এলো এবং চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি থাকায় অপরিশোধিত জ্বালানি তেলের দামে এ ধসে নেমেছে।
শুক্রবার সকালে মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই’এ প্রতি ব্যারেল তেলের দাম ৮৬ সেন্ট কমে ৫৯.০৯ ডলারে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্রেন্টে তেলের দাম ৫২সেন্ট কমে ৬৩.১৬ সেন্টে নেমে এসেছে।
গতকাল শেষ বেলায় তেলের দাম এক ডলারের বেশি নেমে এসেছিল। চলতি বছরের জুলাই মাসে ডব্লিউটিআই’এ তেলের দাম ছিল ১০৩ ডলার। সে থেকে তেলের দাম প্রায় ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে।
অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পতনের জন্য চাহিদার অনেক বেশি সরবরাহকে দায়ী করছেন বাজার বিশেষজ্ঞরা।
সৌদি আরবসহ কয়েকটি দেশ সরবরাহ বাড়িয়ে দেয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পতন ঘটেছে।