ইমিগ্র্যাশন সিস্টেম নিয়ে বিব্রত তেরেসা মে
ইমিগ্র্যাশন সিস্টেম পরিচালনা নিয়ে ব্রিটিশ হোম সেক্রেটারি তেরেসা মে নতুন করে চাপের সন্মুখীন হয়েছেন। উপযুক্ত ক্রিমিনাল রেকর্ড যাচাই না করে বেশ কিছু বিদেশী নাগরিক যাদের মধ্যে একজন হত্যাকারিও রয়েছে তাদেরকে ব্রিটিশ পাসপোর্ট অনুমোদন করার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে এই সমালোচনা শুরু হয়।
যেসমস্ত লোকদের ব্রিটিশ নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে বেশ কিছু লোক অবৈধভাবে সেদেশে প্রবেশ করেছে, অবৈধভাবে কাজ করছে অথবা তাদের বিরুদ্ধে পলাতক থাকার ইতিহাস রয়েছে।
চীফ ইন্সপেক্টর অফ বর্ডার্স এন্ড ইমিগ্র্যাশন জন ভাইন প্রকাশিত রিপোর্ট ইমিগ্র্যাশনের ব্যাপারে হোম সেক্রেটারির সুনামের প্রতি এক নতুন আঘাত।
কর্মকর্তাদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে ভাইন বলেন “আপনারা আবেদনে সুচরিত্র যাচাইয়ে ব্যর্থ হয়েছেন এবং অতি সামান্য ইতিহাস জেনে পাসপোর্ট ইস্যুতে অনুমোদন দিয়েছেন।”