ইকবাল আহমদের ইউকেটিআই এক্সপোর্ট চ্যাম্পিয়ন সম্মাননা লাভ
ব্রিটেনের স্বনামধন্য বাংলাদেশি ব্যবসায়ী, সীমার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই সম্প্রতি ইউকে ট্রেড এ্যান্ড ইনভেষ্টমেন্ট (ইউকেটিআই) এর ২০১৫ সালের এক্সপোর্ট চ্যাম্পিয়ন হিশেবে সম্মাননা পেয়েছেন। ইকবাল আহমদ ওবিই সংশ্লিষ্ট রিজিওনে এক্সপোর্ট অর্থাৎ রফতানির মাধ্যমে আর্থিক প্রবৃদ্ধিতে বিশাল অবদান রাখার জন্য ইউকেটিআই নর্থ ওয়েস্ট এক্সপোর্ট চ্যাম্পিয়নের এই বিরল সম্মাননা পেলেন। ইউকেটিআই হচ্চেছ ব্রিটিশ সরকারের একটি ডিপার্টমেন্ট যা ব্রিটেনে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারটি দেখাশোনা করে। ১৯৯৮ সালে এক্সপোর্ট ক্ষেত্রে কুইনস এওয়ার্ড প্রাপ্ত কোম্পানী সীমার্কের চেয়ারম্যান ইকবাল আহমদ’ই প্রথম বাঙালি ব্যবসায়ী এক্সপোর্ট চ্যাম্পিয়ন স্বীকৃতি পেলেন। সীমার্ক গ্র“পের অবস্থান নর্থ ওয়েস্ট ইংল্যান্ড এর মানচেষ্টার শহরে। নর্থ ওয়েস্ট ইংল্যান্ড রিজিওন বিশ্বব্যাপি রফতানির ক্ষেত্রে ব্রিটিশ অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। বিভিন্ন ক্ষেত্রে রফতানিতে সম্পুর্ণ নর্থ নর্থওয়েস্ট রিজিওনের রফতানিকারকদের বার্ষিক টার্ণওভার ৩০ বিলিয়ন পাউন্ড। এই বিশাল অর্থের রফতানিতে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ইকবাল আহমদের কোম্পানী সীমার্ক এর ও ব্যাপক ভুমিকা রয়েছে। সীমার্ক ৬০টি দেশে সীফুড ও ফ্রোজেন ফুড রফতানি করছে। ইকবাল আহমদ ও তার দুই ভাই কামাল আহমদ ও বেলাল আহমদ সীমার্ক পিএলসি ছাড়াও ইবকো, রেষ্টুরেন্ট হোলসেল ও বিখ্যাত থাই রেষ্টুরেন্ট ভারমিলিয়ন পরিচালনা করেন।
ইকবাল আহমদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সীমার্ক পিএলসি ব্রিটেনে শীর্ষস্থানীয় সীফুড আমদানীকারক। ব্ল্যাক টাইগার চিংড়িসহ নানা ধরণের চিংড়ি, বিভিন্ন ধরণের মাছ ও ফ্রোজেন (হিমায়িত) খাবার প্রসেসিং এর পরে বিভিন্ন দেশে রফতানি করা হয়। সীমার্ক পিএলসি ১৯৯৮ সালে কুইনস এওয়ার্ড, ১৯৯৯ সালে এনোগোরাল বিজনেস ইন ইউরোপ এওয়ার্ড অর্জন করে। সীমার্ক বাংলাদেশ কোম্পানীও রফতানি খাতে বিশেষ ভুমিকা রাখার জন্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা পায়। এছাড়া বাংলাদেশে অনেক এওয়ার্ড পেয়েছে তিন ভাই এর প্রতিষ্ঠান সীমার্ক বাংলাদেশ। দেশে বিদেশে সীমার্ক গ্রুপের কোম্পানীতে ৪৫০০ মানুষ কর্মরত রয়েছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদের দ্বারা সম্প্রতি প্রতিষ্ঠিত চ্যারিটি প্রতিষ্ঠান ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন নানা জনহিতকর কাজে নিয়োজিত। নিজগ্রামে একটি হাই স্কুল ও কলেজ প্রতিষ্টা ছাড়াও যুক্তরাজ্যে ক্যান্সার চিক্সিার বিভিন্ন চ্যারিটি, মানচেষ্টার চিহ্ব্রেন হসপিটাল ইত্যাদির সহায়তায় এই ফাউন্ডেশন ভুমিকা রাখছে।