অসুস্থ আলেম নাজিম উদ্দিনের পাশে দাড়ালো কওমী গ্রুপ
উজ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কওমী গ্রুপের তরুণ বন্ধুরা। কথায় নয় কাজেই প্রমাণ করলেন ‘মানুষ মানুষের জন্য ’। কিছুদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত মাদ্রাসা শিক্ষক হাফিজ মাওলানা নাজিম উদ্দিনের দু:সময়ে পাশে দাড়ালেন সিলেটেরই কয়েকজন তরুণ আলেম।
বুধবার দুপুরে আল্লামা শায়খে কৌড়িয়ার সর্বকনিষ্ট ছাহেব যাদা হাফিজ সৈয়দ মাসুম আহমাদ, মাওলানা আতিকুর রহমান ও আদিব মঞ্জুর আহমদ কওমী গ্রুপ পরিচালিত ইভেন্টের টাকা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কানাইঘাট থানার রাজাগঞ্জ ইউনিয়নের ফতেহগঞ্জ গ্রামে যান। তারা অসুস্থ আলেম নাজিম উদ্দিনের শয্যাপাশে কিছুসময় অতিবাহিত করে প্রথমে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে কওমী গ্রুপ কর্তৃক পরিচালিত ইভেন্ট ফান্ড থেকে নগদ ৪৬৩০০/= (ছেচল্লিশ হাজার তিনশত টাকা) তাঁর হাতে তুলে দেন।
পারিবারিক অসচ্ছলতার কারনে মাওলানা নাজিম উদ্দীনের সঠিক চিকিৎসা হচ্ছেনা বলে জানাগেছে। ঠিক সেই সময়ে কওমী গ্রুপের এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজিম উদ্দীনের স্বজনরা।
জামেয়া মাদানিয়া শাহবাগ জকিগঞ্জ সিলেটের তরুণ শিক্ষক হাফিজ মাওলানা নাজিম উদ্দীন। তরুণ এই আলেম জটিল রোগে আক্রান্ত হয়ে সিলেট উসমানী মেডিকেল কলেজ হসপিটালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর অবস্থা এখন খুবই গুরুতর। অর্থাভাবে তরুণ এই আলেমের চিকিৎসা বন্ধ হয়ে যেতে বসেছে।
কানাইঘাট রাজাগঞ্জের নিজ বাড়িতে চলছে তাঁর চিকিৎসা। চিকিৎসার প্রয়োজনে খুব শীঘ্রই তাঁকে আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে।
নাজিম উদ্দীন ভাইয়ের চিকিৎসার তহবিল সংগ্রহ করার লক্ষ্যে ফেইসবুকে কওমী অঙ্গনের বৃহৎ প্লাটফর্ম কওমী গ্রুপ’র উদ্যোগে ইভেন্ট খোলা হয়েছে।
বিকাশ একাউন্ট> বিকাশ নাম্বার> ০১৬১৬১৬৭০০২ (পার্সোনাল)
ডাচ বাংলা মোবাইল ব্যাংক একাউন্ট। ০১৬১৬১৬৭০০২০
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট> FAISAL BIN ABUL KASEM
AC/No. 212-151-31068 (ব্রাহ্মণবাড়িয়া শাখা)
হাফিজ মাওলানা নাজিম উদ্দিনের চাচার ব্যাংক একাউন্ট>
Account Name : হাফিজ মাওলানা আবদুল্লাহ চৌধুরী। নাযিম, জামেয়া দারুল হুদা সিলেট।
AC/No. 0005134053978.
ন্যাশনাল ব্যাংক লিমিটেড। শিবগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
ফোন : ০১৭১৬-৬৮৫৫০১