জর্জ গ্যালওয়ের ওপর হামলাকারীর কারাদণ্ড

Galwayব্রিটেনের ফিলিস্তিনপন্থী এমপি জর্জ গ্যালওয়ের ওপর হামলাকারী সেই ইহুদীকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। গ্যালওয়েকে ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়ে গত আগস্টে তার ওপর হামলা চালায় নেইল মাস্টারসন নামে ৩৯ বছর বয়সী ওই ইহুদিবাদী যুবক। এ সময় সে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর টি-শার্ট পরিহিত ছিল।
হামলায় আহত হয়ে একদিন হাসপাতালে ছিলেন রেসপেক্ট পার্টির এমপি স্পষ্টভাষী গ্যালওয়ে (৬০)।
ইসরাইলকে বর্বর ও অবৈধ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে তিনি তার আসনকে ‘ইসরাইল মুক্ত এলাকা’ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ঘোষিত ওই রায়কে স্বাগত জানিয়েছেন গ্যালওয়ে। তবে তিনি বলেছেন, মাস্টারসনের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনায় হামলার অভিযোগ বাতিল করা ঠিক হয়নি।
পাশাপাশি গ্যালওয়ে একথাও বলেন, ‘ফিলিস্তিনি টি-শার্ট পরে একজন এশিয়ান যদি ইসরাইলপন্থী কোনো এমপির ওপর হামলা চালাতেন তাহলে কী তারও একই সাজা হতো?’
উল্লেখ্য, রেসপেক্ট পার্টির এ নেতা কয়েক বছর ধরেই ইসরাইল বিরোধী কার্যক্রম চালিয়ে আসছেন।
২০০৬ সালে ইসরাইল হেজবুল্লাহর হাতে মার খাওয়ার পর এক সমাবেশে গ্যালওয়ে বলেন, ‘হেজবুল্লাহ কখনোই সন্ত্রাসী সংগঠন ছিল না।’
২০০৯ সালে হামাসের একজন কর্মকর্তা গ্যালওয়েকে একটি ফিলিস্তিনি পাসপোর্ট উপহার দেন।
সে বছরই ফিলিস্তিনের জন্য সাহায্য সংগ্রহের অভিযানে নেতৃত্ব দেন তিনি এবং ১০ লাখ পাউন্ডের বেশি সাহায্য তুলে ফিলিস্তিনে পাঠান।
২০১২ সালের নভেম্বরে ব্র্যাডফোর্ডে এক ইসরাইল বিরোধী সমাবেশে গ্যালওয়ে বলেন, ‘আমরা ইহুদিদের ঘৃণা করি না। আমরা জায়নবাদকে ঘৃণা করি, আমরা ইসরাইলকে ঘৃণা করি। আমরা হত্যা এবং জুলুমকে ঘৃণা করি। নিজেকে ইহুদিবাদী রাষ্ট্র ঘোষণা করে ইসরাইল তাদের ধর্মগ্রন্থ তোরার অবমাননা করেছে।’ তিনি ব্রিটিশ-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিলেরও দাবি জানান।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে গ্যালওয়ে অক্সফোর্ডের ক্রিস্ট চার্চ কলেজের একটি বির্তর্ক থেকে বরে হয়ে যান যখন তিনি জানতে পারেন যে তার প্রতিপক্ষ একজন ইসরাইলি।
এ সময় তিনি বলেন, ‘আমি ইসরাইলকে স্বীকার করি না এবং কোনো ইসরাইলির সাথে বিতর্ক করি না।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button