জাপানে নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
জাপানে নির্বাচনে ক্ষমতাসীন জোট দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী- পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৭৫টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কোমেইতো পার্টি মিলে ৩২৭টি আসন লাভ করেছে। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি অব জাপানসহ বিরোধী জোটের ৫টি দল মিলে পেয়েছে ১৩৮টি আসন। বাকী ১০টি আসন পেয়েছে কয়েকটি দল।
তবে রোববারের এ আগাম নির্বাচনে মোট ভোটারের মাত্র ৫০ শতাংশ ভোট দিয়েছেন। সোমবার এ নির্বাচনের এ ফল আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
নির্বাচনটি অ্যাবের অর্থনৈতিক সংস্কারের প্রতি এক ধরনের গণভোট হিসেবে বিবেচিত হচ্ছিল।
নির্বাচনের ফল প্রকাশের পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে অ্যাবে বলেন, ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমি মনে করি, ‘সরকারের পূর্ববর্তী দুই বছরের কাজকর্মের ফলেই আমরা জনগণের রায় পেয়েছি।’
গত মাসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আগাম নির্বাচনের ডাক দেন। এর আগে নিম্ন কক্ষের ৩২৬টি আসন ছিল তার দল এলডিপি নেতৃত্বাধীন জোটের দখলে।