হজ রেজিস্ট্রেশন শুরু সোমবার
২০১৫ সালে হজ গমনেচ্ছুদের রেজিস্ট্রেশনের কার্যক্রম সোমবার থেকে শুরু হচ্ছে। চলবে ফেব্রুয়ারির ৫ তারিখ পর্যন্ত। এ বছর সৌদি সরকার পুরো হজ কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসায় বাংলাদেশিদেরও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।
ঢাকা হজ অফিসের পরিচালক মিজানুর রহমান জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশন ফি ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহীম বাহার জানান, এ বছরের হজ কার্যত্রক্রম নিয়ে তারা সোমবার সংবাদ সম্মেলন করবেন।
এরর আগে গত সোমবার মন্ত্রিসভা ২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন করে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজে যেতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ পড়বে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। তবে এর সঙ্গে কোরবানির খরচও যুক্ত হবে। কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজের খরচ পড়বে কমপক্ষে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
উল্লেখ্য, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়াই হজযাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি জানান, এই রেজিস্ট্রেশন করার জন্য আপাতত পাসপোর্টের ঘরটি ফাঁকা রাখবেন। যখনই পাসপোর্ট পাওয়া যাবে তখনই ওই ফরমটি এমআরপি পাসপোর্ট দিয়ে আপডেড করতে হবে। অর্থাৎ আপাতত এমআরপি ছাড়াই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা।
মতিউর রহমান বলেন, হজ যাত্রীদের দ্রুত এমআরপি পেতে যাতে অসুবিধা না হয়- সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করবে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।