বাংলাদেশের ব্যাংকগুলোকে আরো তিন মাস সেবা দিবে বার্কলেস ব্যাংক
বাংলাদেশের ব্যাংকগুলোকে আরো তিন মাস পর্যন্ত সেবা দেবে যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংক। আগামী ১২ সেপ্টেম্বর ব্যাংকটি এই সেবা দিবে। এর আগে বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে রেমিটেন্স সেবাসহ সব ধরনের খুচরা হিসাব পরিচালনা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বার্কলেস ব্যাংক। গত ১০ জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যাংকগুলোর আবেদনে তা এক মাস বাড়িয়ে ১০ আগস্ট করা হয়। কিন্তু এ সময়ের মধ্যে অন্য কোনো ব্যাংকের সাথে এই ধরনের ব্যবসায়িক চুক্তি করতে না পারায় বার্কলেসের মুখাপেক্ষী বাংলাদেশের ১১টি ব্যাংক আরো সময় চায়। তার পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে আরো তিন মাস পর্যন্ত করা হয়েছে বলে বাংলাদেশের ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে। এই ১১টি ব্যাংক বার্কলেস ব্যাংকে রেমিটেন্স পাঠানোসহ বিভিন্ন ধরনের খুচরা হিসাব পরিচালনা করে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, তারা আমাদের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে।