আনবারে গুরুত্বপূর্ণ শহর দখল আইএসের
ইরাকের আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ শহর হাদিথার দখল নেওয়ার আগে আইএস আইএল যোদ্ধাদের গাড়িবোমা হামলায় ৯ পুলিশসহ ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। বর্তমানে এ শহরটির অধিকাংশই ছিল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। শনিবার ওই হামলার পর শহরটি নিজেদের কব্জায় নিয়ে গেছে আইএস আইএল যোদ্ধারা। অধিকৃত এ স্থানটি সিরিয়ার সঙ্গে ইরাকের সীমানা সংলগ্ন। শনিবারের ওই হামলায় ১২ জন প্রাণ হারানো ছাড়াও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার আইএস আইএল যোদ্ধাদের অপর একটি হামলায় একটি ইরাকি হেলিকপ্টারও বিধ্বস্তস্ন করেছে। ফলে ২ বৈমানিকও নিহত হন। বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দূরে সামারার একটি গ্রামে এ হামলার ফলে আইএস আইএল যোদ্ধাদের বিমান হামলার ক্ষমতা নিয়ে ইরাক সরকারের উদ্বেগ বেড়েছে।