লন্ডনে সর্বোচ্চ বিক্রিত বাংলা বই ‘অসামাপ্ত আত্মজীবনী’

Oshomapthoঅহিদুজ্জামান: বিশ্বের শীর্ষ আলোচিত রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কিত বাংলা ভাষায় লেখা বইয়ের মধ্যে ‘শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্ম জীবনী’ গত এক বছরে লন্ডনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
লন্ডনে বাংলা ভাষা ও মূল ধারার সাহিত্য বিকিকিনির একমাত্র প্রতিষ্ঠান সঙ্গীতা লাইব্রেরি। এটি পূর্ব লন্ডনে বাঙালি কারি (মশলা জাতীয় খাবার) হাট নামে খ্যাত ঐতিহাসিক ব্রিকলেনে অবস্থিত। এর অন্যতম কর্ণধর শানুর মিয়া জানান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি গত ৬ মাসে ৩৮০ কপি বিক্রি করেছেন। বইটি প্রকাশ হওয়ার পরপরই হাতে পেলে নিঃসন্দেহে আরো কয়েক গুণ বেশি বিক্রি করতে পারতেন।
তিনি বলেন, এই বইটি লন্ডনে প্রায় ৭শ’ কপি বিনা মূল্যে আওয়ামী দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ বিভিন্ন মহলে বিলি-বণ্টন সত্ত্বেও  সাধারণ পাঠকদের কাছে ব্যপক চাহিদা রয়েছে। এখনো বেশ সাড়া পাওয়া যাচ্ছেন। তুলনা মূলকভাবে বইটির দামও চড়া। লন্ডন কারেন্সিতে ১৮ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫শ’ টাকা।
সঙ্গীতা লিমিটেডের কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ জানান,  মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের ‘লিভিং হিস্ট্রি’ ২০ কপি। পাকিস্তানের মোহাম্মাদ আলী জিন্নাহর লিখিত বই ৩০-৩৫ কপি। পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশারফের ‘ইন দ্যা লাইন অব ফায়ার’ ২০ কপি। মায়ানমারের নোবেল জয়ী নেত্রী অং সান সু কি‘র ‘দ্যা ভয়েজ অব হোপ’ ১০ কপি। লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ‘অ্যা জার্নি’ ২০ কপি। পাকিস্তানের ফাতিমা ভুট্টোর ‘সংস অব বøাড’ ২০ কপি। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখিত বই বেশ ভালোই বিক্রি হচ্ছে।
তবে ইদানীং সাড়া ফেলেছে একে খন্দকারের ‘ভেতরে বাইরে’, শারমিন আহমেদের লেখা ‘আমার নেতা ও পিতা’ ও মওদুদ আহমেদের ‘এমার্জেন্সি অ্যান্ড দ্যা আফটারম্যাথ’ বইগুলো।  এই তিনটি বইয়ের দাম চড়া হলেও যথেষ্ট বিক্রি হচ্ছে জানান জহির আহমেদ।
১০ ডিস্মেবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত ৬টি বই সঙ্গীতার কাছে এসেছে। আশা করা হচ্ছে এগুলোও ভাল বিক্রি হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button