মৃত্যুদন্ড কার্যকরের ১৮ বছর পর নির্দোষ ঘোষনা
ধর্ষণের দায়ে ১৮ বছর আগে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কিশোরকে আজ সোমবার এক আদালত নির্দোষ ঘোষণা করেছে। রায়টির ওপর পুনরায় এক বিরল পর্যালোচনার পর এ ঘোষণা দেয়া হল।
১৯৯৬ সালে ইনার মঙ্গোলিয়ায় ধর্ষণে দায়ে হুগজিলতু (১৮) নামের ওই কিশোর দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়। সে কোইসিলেতু নামেও ও পরিচিত ছিল।
তবে ২০০৫ সালে অপর এক লোক ওই ধর্ষণ করে বলে স্বীকারোক্তি দিলে রায়টি সঠিক ছিল কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয়।
হোহোতের আদালত এক বিবৃতিতে জানায়, ‘ইনার মঙ্গোলিয়া হায়ার পিপল’স আদালত হুগজিলতুকে দোষী সাব্যস্ত করে যে যায় দিয়েছিলো প্রকৃত ঘটনার সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয় এবং সেখানে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণও ছিল না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘হুগজিলতু অপরাধী ছিলেন না।’
চীনের বৈশিষ্ট অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠিত করার কমিউনিস্ট পার্টির প্রতিশ্রুতির পর মামলাটির পুনর্বিচার করা হল।
হুগজিলতুর পরিবার তাকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রায় এক দশক ধরে চেষ্টা চালাচ্ছিল। এরই প্রেক্ষিতে নভেম্বর মাসে হায়ার পিপল’স কোর্ট আনুষ্ঠানিকভাবে এই মামলার পুনরায় বিচারকার্য শুরু করে।