নাস্তিকতার উত্থান বন্ধে ব্লাসফেমী আইন করতে হবে : আল্লামা শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, নাস্তিকতার উত্থান বন্ধ করতে দেশে ব্লাসফেমী আইন করার কোন বিকল্প নেই। রোববার বাদ এশা নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বয়ানে তিনি আরো বলেন, যে শিক্ষা আদর্শবান মানুষ তৈরী করে না, সে শিক্ষা জাতীয় মর্যাদা লাভ করতে পারে না। তাই আমরা ঘরে ঘরে আলেম তৈরী করতে চাই, এটাই কওমী সংগ্রাম। কওমী শিক্ষা জ্ঞানমুখী ও সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা। কওমী শিক্ষা কোন সন্ত্রাসী তৈরী করে না।
আল্লামা শাহ্ আহমদ শফী আরো বলেন, এদেশের অনৈসলামিক শিক্ষা ব্যবস্থার কারনে মুরতাদদের অব্যাহত উত্থান হচ্ছে। তাই নাস্তিকতার উত্থান বন্ধ করতে ব্লাসফেমী আইনের দাবিতে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ভালো করতে হলে নিজেদের ভালো হতে হবে। আমরা ভালো হলে থানা পুলিশ লাগবেনা।
কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক হাফেজ মাওলানা ওবায়েদুর রহমান মাহাবুবের সভাপতিত্বে দু’দিনব্যাপী মাহফিলের শেষদিনে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দীস ও হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। মাহফিলে আরো বক্তব্য দেন কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহনাবাদী, মোফাচ্ছেরে কোরআন মাওলানা ওমর ফারুক, মুফতী নুরুলাহ, মুফতী রফিকুল ইসলাম, মুফতী নুরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামে গ্রামে ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি জেলায় সম্মেলন করে কওমী মাদ্রাসার আদর্শ ও বিশ্বাস সকলের কাছে পৌঁছে দিতে হবে। সকল কাজের কেন্দ্রবিন্দু হবে মসজিদ। ২৪ ঘন্টা মসজিদ খোলা রেখে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। রবিবার সম্মেলনের শেষদিনের প্রধান আকর্ষণ ছিলেন হেফাজতের আমির আল্লামা আহমদ শফী। ওইদিন বিকেল তিনটায় তিনি হেলিকপ্টারযোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নামেন। তাকে অভ্যর্থনা জানাতে ও একনজর দেখতে মানুষের ঢল নামে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button