স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান এবং ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া।
এর আগে সকাল ৮টায় গুলশানের বাসা থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় গুলশানের বাসায় ফিরে যাবেন খালেদা জিয়া। পরে দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র জাস্ট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।