কুমিল্লায় ডাকাতের কবলে সাংবাদিক শওকত মাহমুদ

 কুমিল্লার গ্রামের বাড়িতে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদসহ তার সঙ্গীরা। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। এ সময় স্থানীয়রা নজরুল ইসলাম নামে এক ‘ডাকাত’কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার গভীর রাতে কুমিল্লা-বুড়িচং সড়কের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক শওকত মাহমুদসহ ছয়জন একটি মাইক্রোযোগে সোমবার রাতে ঢাকা হতে তার নিজ বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আছাদনগর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ১টার দিকে কুমিল্লা-বুড়িচং সড়কের গাজীপুর নামক স্থানে পৌঁছুলে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল পথরোধ করে দাঁড়ায়। এসময় গাড়িটি থামালে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা শওকত মাহমুদের সাথে থাকা ২টি ও তার সঙ্গীয় লোকজনের কাছ থেকে ৮টিসহ ১০টি মোবাইল ফোন এবং তাদের সাথে থাকা লক্ষাধিক টাকা লুটে নেয়। তাদের চিত্কারে আশপাশের লোকজনসহ ধাওয়া করে নজরুল ইসলাম (২৮) নামের এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে বুড়িচং থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক ডাকাত নজরুল বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের নুরু মিয়ার পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, আটক ডাকাত নজরুলকে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button