ইতালির ব্রেসিয়া সিটি কাউন্সিলর পদে বাংলাদেশি প্রার্থীদের জয়

Italyশিল্পনগরী শহর ব্রেসিয়া সিটি করপোরেশনের নির্বাচনে স্থানীয় কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশি প্রবাসী কাওসার জামান ও আব্দুল করিম। রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এবারই প্রথম ব্রেসিয়া সিটির কোনো নির্বাচনে বাংলাদেশি প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রার্থী কাওসার জামান ব্রেসিয়ার (ফিউমিসেললো) এলাকা থেকে নির্বাচন করছেন। এখানে তিনি একক বাংলাদেশি অভিবাসি প্রার্থী। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে। তিনি আব্দুল নুরের (সুনু মিয়া) ছেলে।
তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ইতালি প্রবাসী। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নে নিঃস্বার্থ কাজ করে আসছেন। এছাড়া তিনি রাজনীতিতেও সক্রিয়। ইতালির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি’র রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত।
অভিবাসীদের প্রিয় মুখ কাওসার জামান বিজয়ের পর বলেন, বিজয়ের মাসে ইতালির ব্রেসিয়াতে বাংলাদেশিদের আরেকটি বিজয়। তাকে এবং বাংলাদেশি প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ব্রেসিয়া সেন্টারের নর্থ এলাকা থেকে কাউন্সিলর পদের প্রার্থী আবদুল করিম। এ নির্বাচনে সেন্টার উত্তর এলাকা থেকে আব্দুল করিম বিজয়ী হয়েছেন। সবার প্রিয় মুখ আব্দুল করিম বিজয়ের পর বলেন, এখানে বাংলাদেশিরা বিজয়ী হয়ে ইতিহাসের সূচনা করছে। তিনি ব্রেসিয়াতে অবস্থানরত ভোটারদের ভোট দিয়ে জয়লাভ করায় ধন্যবাদ জানান।
ব্রেসিয়া সেন্টারের বাংলা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করিম স্ত্রী নার্গিস আক্তার, মেয়ে মুনিরা, ভাই ইব্রাহিম খলিল ও ইউসুফকে নিয়ে ইতালিতে বাস করছেন।
প্রসঙ্গত, এবারই প্রথম এ নির্বাচনে বাংলাদেশি প্রার্থী জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button