পাকিস্তানে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত শতাধিক

PKপাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে বন্দুকধারীর হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে টিটিপি’র ৫/৬ জন বন্দুকধারী সেনাবাহিনীর পোশাক পরে ‘আর্মি পাবলিক স্কুলে’ প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ৮৪ শিশুসহ ১০৪ জন নিহত হয়। মৃতের সংখ্যা আরো বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।  নিহত ছাত্রদের বয়স ৯ থেকে ১৪-এর মধ্যে। এখনও স্কুলটির মধ্যে অন্তত ৫০০ ছাত্র-শিক্ষক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর স্কুলে চারপাশ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
এদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আর্মি পাবলিক স্কুলে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রত্যেককে নিরাপদে উদ্ধার করে আনতে সামরিক ও বেসামরিক নিরাপত্তাবাহিনীর সদস্যদেরকে  নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তান তেহরিক ই-ইনসাফ পার্টি পিটিআই’র প্রধান ইমরান খান এবং পাকিস্তান মুত্তাহিদা কওমি মুভমেন্ট এমকিউএম’র নেতা আলতাফ হোসেনও  এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
অপরদিকে, জিম্মি শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।  সেখানে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওযা যাচ্ছে। তবে জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে পাক সেনাবাহিনীর সদস্যরা স্কুলটির ভেতরে প্রবেশ করেছে কিনা তা পরিষ্কার নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button