লেনদেনে নতুন ফি নির্ধারণ ডিএসই’র
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন চার্জ বা ফি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ইকুইটি মার্কেটের ইকুইটি ও মিউচ্যুয়াল ফান্ড ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে ট্রেড মূল্যের শূন্য দশমিক শূন্য তিন শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে ডিএসইকে।
ডিএসই বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডিএসইর পরিচালনা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্ড মার্কেটের ক্ষেত্রে ট্রানজেকশন ফি বা লেনদেন ফি ট্রেড প্রতি পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে। এই চার্জ বা ফি আগামীকাল বৃহস্পতিবার থেকে আদায় করা হবে বলেও জানানো হয়।
নেক্সট জেনারেশন সফটওয়্যার চালুর পরে নতুন করে হাওলা ও লাগা চার্জ নির্ধারণের প্রয়োজন হয়।
উল্লেখ্য, পূর্বে সকল ক্ষেত্রে হাওলা চার্জ ট্রেড প্রতি ২ টাকা এবং লাগা চার্জ ট্রেড মূল্যের শূন্য দশমিক শূন্য দুই শতাংশ ছিল।