পেশোয়ারে হামলার নিন্দা আফগান তালেবানের
নিষ্পাপ শিশুদের হত্যা ইসলাম পরিপন্থী কাজ মন্তব্য করে পেশোয়ারের স্কুলে হামলার নিন্দা জানিয়েছে আফগান তালেবান। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) চালানো আট ঘণ্টার ওই হামলায় নিহত হয় ১৩২ শিশুসহ ১৪১ জন। টিটিপির বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানে চালানো সেনাঅভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে মনে করেছে গোষ্ঠীটি। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আফগান তালেবান বলেছে, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত (তালেবানের প্রাতিষ্ঠানিক নাম) সব সময় শিশু ও নিরপরাধ মানুষ হত্যার নিন্দা জানিয়ে আসছে। ‘সচেতনভাবে নিরপরাধ পুরুষ, নারী ও শিশুদের হত্যা ইসলামি নৈতিকতাবিরোধী। প্রত্যেক ইসলামি সরকার ও আন্দোলনকে মৌলিক এ নীতিটি মেনে চলতে হবে। ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’ পাকিস্তান তালেবানের (টিটিপি) সাথে ঘনিষ্ঠভাবে জড়িত না হলেও আফগান ও পাকিস্তান, উভয় তালেবানই মোল্লা ওমরকে তাদের নেতা মানে।