লুতফুর রহমানের কাছ থেকে ক্ষমতা নিচ্ছেন কমিশনাররা
মুনজের আহমদ চৌধুরী: টাওয়ার হ্যামলেটসের বহুল আলোচিত মেয়র লুতফুর রহমানের কাছ থেকে কাউন্সিল থেকে অনুদানের অর্থ বরাদ্দ ও কাউন্সিলের সম্পত্তি বিক্রির সিদ্বান্ত নেবার ক্ষমতা নিচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত কমিটি। এজন্য যুক্তরাজ্যের কমিউনিটি সেক্রেটারী এরিক পিকলসের নিয়োগকৃত দুই কমিশনার বুধবার মেয়র লুতফুর ও কর্মকর্তাদের সাথে সাক্ষাত করতে মালবারি প্লেসের টাওয়ার হ্যামলেটসের হেডকোয়ার্টারে যান।
ব্রিটিশ সরকারের এডভাইজার স্যার কেন নাইটের নেতৃত্বাধীন এ কমিটির অপর সদস্য হলেন ম্যাক্স কলার।
স্যার কেনের নেতৃত্বাধীন কমিটি কাউন্সিলের গ্রান্ট বরাদ্দ ও প্রোপাটি বিক্রির অনুমোদনের ক্ষমতা গ্রহন করবে বলে ইভিনিং ষ্টার্ন্ডাডের খবরে বলা হয়।
উল্লেখ্য,এর আগে টাওয়ার হ্যামলেটসে তিন জন কমিশনার নিয়োগের ঘোষনা দিয়েছিলেন কমিউনিটি সেক্রেটারী ( স্থানীয় সরকার মন্ত্রী) এরিক পিকলস।
ব্রিটিশ পার্লামেন্টে লিখিত বিবৃতিতে এরিক পিকলস বলেন,টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সম্পদের সর্বচ্চো সদব্যাবহারে ব্যার্থ হলেও বারবার মেয়রের প্রশাসন ব্যার্থতার বিষয়টি অস্বীকার করছে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ শে মে দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন লুতফুর রহমান। ঐ নির্বাচনে ইউকে বাংলা প্রেসক্লাবের আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব সহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে লুতফুরের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন লেবার পার্টির জন বিগস।