ঢাকা থেকেই ব্রিটিশ ভিসা করার আহ্বান ব্রিটিশ এমপির
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সারার কাজটি নয়া দিল্লিতে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি কিথ ভাজ। বাংলাদেশিদের জন্য এটা চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন তিনি।
গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ভাজ।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনে সব ধরনের ভিসা প্রসেসিং বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। ১ অক্টোবর থেকে জমা পড়া ভিসা সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের সিলেটে সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি।