ফ্রান্সে মহান বিজয় দিবস পালিত

Franceএনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে: যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সে পালিত হয়েছে মহান বিজয় দিবস। গত মঙ্গলবার দিনব্যাপী প্যারিসে  বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুতাবাস  প্রাঙ্গনে আয়োজন করা হয়  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিন ব্যাপী ৩পর্বের অনুষ্ঠান মালার।
দুতাবাসের প্রথম সচিব কন্সিলোর পলিটিকাল মোহাম্মদ হজরত আলী খান এর প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাষ্টদূত মো:শহীদুল ইসলাম । অনুষ্টানের শুরুতেই রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী ,ও পররাস্ট্র মন্ত্রীর  বাণী পাঠ করে শুনান যথাক্রমে  রাষ্টদূত।
অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ভাইস এডমিরাল (অব,) এম এ তাহের,দুতাবাসের কমার্শিয়াল কন্সিলোর ফিরোজ উদ্দিন,ফাস্ট সেক্রেটারি মিসেস আনিছা আমিন,ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ সেলিম ,ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা,সেলিম চৌধুরী ,মিজানুর রহমান মিন্টু ,নজরুল ইসলাম ,আলী হোসেন প্রমুখ।
বিকেল ২ টায় ফাস্ট সেক্রেটারি ফারহানা আহমেদ চৌধুরীর উপস্থাপনায় শুরু হয় নিরাপদ আবাসন ও দিনবদলের লক্ষ্য অর্জন বিষয়ক সেমিনার।এতে স্বাগত বক্তব্য রাখেন রাষ্টদূত এম শহীদুল ইসলাম।  সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহন করেন দুতাবাসের প্রথম সচিব কন্সিলোর পলিটিকাল মোহাম্মদ হজরত আলী খান,কমার্শিয়াল কন্সিলোর ফিরোজ উদ্দিন, বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল,প্যারিস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুর রহমান সুমন,ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের,সাধারণ সম্পাদক আবুল কাশেম,লেখক আমিনুল আল হাম ও বেনজির আহমদ সেলিম।
আলোচনা সভা শেষে আয়োজন করা হয়ে ছিল সাংস্কৃতিক অনুষ্টানের,এতে অংশ গ্রহণ করেন
দুতাবাসের কর্মকর্তা ও প্যারিসের শিল্পীবৃন্দ।
আবৃতি করে শুনান কান্সিলোর হজরত আলী খান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংঘঠনের  নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে  উপভোগ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button