লন্ডনে একমাসে বাড়ির মূল্য কমেছে ৩০ হাজার পাউন্ড

UKকমতে শুরু করেছে ব্রিটেনে বাড়িঘরের দাম। গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এক মাসের ব্যবধানে লন্ডনে ঘরবাড়ির দাম কমেছে গড়ে ৩০ হাজার পাউন্ড। তবে জাতীয়ভাবে দাম কমার গড় ৯ হাজার পাউন্ড বা ৩ দশমিক ৩ শতাংশ। গত ১৫ ডিসেম্বর সোমবার প্রপার্টি ওয়েবসাইট ‘রাইট মুভ’ এর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এটা আর্থিক মহামন্দা কাটিয়ে দাম বৃদ্ধির পর কোনো একক মাসে সবচেয়ে মূল্য হ্রাসের ঘটনা।
তবে ঘরবাড়ির দাম কিছুটা কমলেও তা ২০১৩ সালের ডিসেম্বর মাসের তুলনায় এখনো ১১ দশমিক এক শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়, সাধারণত বছরের এই সময়ে বাজারে বাড়ির বিক্রেতা বেশি থাকে এবং ক্রেতার সংখ্যা থাকে কম। যার ফলে দাম কমার বিষয়টি অস্বাভাবিক নয়। অব্যহত দাম বৃদ্ধির ফলে প্রপার্টি বাজারে যে উত্তাপ সৃস্টি হয়েছিল নভেম্বরের দাম করার ঘটনা সেই পরিস্থিতিকে কিছুটা শান্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে ব্রিটেনে ঘরবাড়ির গড় মূল্য ৯ হাজার পাউন্ড কমে হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৪শ ২৪ পাউন্ড। লন্ডনের ক্ষেত্রে গড় মূল্য ৬ লাখ ১ হাজার ১শ ৮০ পাউন্ড থেকে কমে হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৭শ ৯৬ পাউন্ড।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button