অদ্ভূত সব পরীক্ষায় উত্তীর্ণ আপো আর-৫ স্মার্টফোন
বাজারের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে পরিচিত অপো ব্র্যান্ডের আর-৫ মডেলের মোবাইল। ফোনের কার্যক্রমের পাশাপাশি অদ্ভূত সব কাজও করা যায় অপো আর-৫ স্মার্টফোনটির মাধ্যমে।
অপো কর্তৃপক্ষ সম্প্রতি ইউটিউবে আর-৫ স্মার্টফোনটির একটি ভিডিও প্রকাশ করেছে, এতে দেখা গেছে আজব সব কাজেও পারদর্শী এই স্মার্টফোনটি। স্লিম এই স্মার্টফোনটির সাহায্যে আপেল, তরমুজ কাটা যায়। পাশাপাশি অপো আর-৫ এতটাই মজবুত যে, এটি দিয়ে পেরেক ঠোকাও যায়। এমনকি গাড়ির চাকার নীচে পড়লেও ফোনটির কোনো ক্ষতি হয় না!
মাত্র ৪.৮৫ মিলিমিটার পুরুত্বের পাতলা এই স্মার্টফোনটির ফিচারের ক্ষেত্রে রয়েছে ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৫ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৩ মেগাপিক্সেল রেয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, ২০০০এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
২৯ অক্টোবর সিঙ্গাপুরে উন্মুক্ত হওয়া এই স্মার্টফোন এ মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে আসছে বলে জানা গেছে।