ফিলিস্তিন স্বীকৃতি প্রস্তাব সমর্থন করবে না যুক্তরাষ্ট্র
ইসরাইলের সাথে শান্তিচুক্তির আলোকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে জাতিসঙ্ঘে যে প্রস্তাব উত্থাপন করেছে, তাতে সমর্থন দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পসাকি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে যে খসড়া প্রস্তাব জমা দেয়া হয়েছে, সেটিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে।
তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নে ১২ মাসের সময় নির্ধারণ এবং ২০১৭ সালের শেষ নাগাদ ফিলিস্তিন ভূমি থেকে ইসরাইলি প্রত্যাহারের কথা বলা হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করার সময় আসেনি।
উল্লেখ্য, জর্ডানের উত্থাপিত ওই প্রস্তাবটির বিরোধিতা করেছে ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রের ‘একতরফা’ স্বীকৃতি মেনে নেবে না। অনেকে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ইসরাইলের সাথে সুর মেলানো বলে অভিহিত করেছেন। ইসরাইলের পছন্দ নয়, এমন অনেক প্রস্তাবে আগেও যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।
জর্ডানের ওই প্রস্তাবে ১৯৬৭ সালের সীমারেখার আলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা বলা হয়েছে।