আল আমিন প্রাইমারী স্কুলের ইয়ার ৬ এর সমাবর্তন অনুষ্ঠিত
ওবায়দুল কবীর খোকন: আল আমিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল আমিন স্কুলটির ইয়ার ৬ এর সমাবর্তন অনুষ্টানটি সন্ধ্যা ৬ টা স্ট্যাটপোর্ডস্থ একটি বেংক্রুইটিং হলে অনুষ্টিত হয়।
ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা মঈন উদ্দিনের সভাপতিত্বে ও ড. জালাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন আল আমিন স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান। সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সলিহলের এমপি লরলী বাট।
সততা, দায়বদ্ধতা এবং পরিশ্রম এগুলোই হচ্ছে মূল চালিকা শক্তি। যে জীবনের সূচনাতে কঠোর পরিশ্রম করে তাদের ভবিষ্যত হয় খুবেই উজ্জল। গত ২৮ শে জুন শুক্রবার বার্মিংহামের শীর্ষস্থানীয় ইসলামীক শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন প্রাইমারী স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন বার্মিংহামের লর্ড মেয়র মাইক লেডী।
মাইক লেডী বার্মিংহামে বৃটিশ কারিকুলামের পাশাপাশি ইসলামীক শিক্ষা আল আমিন স্কুলের ভূয়শী প্রসংশা করেন । তিনি বলেন আমরা সংখ্যা নয় গুনে বিশ্বাসী। তিনি ভবিষ্যতে স্কুলটির শীর্ষ স্থান সব সময় অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফা মালিক ও আব্দুল আওয়াল।
এ সময় সমাবর্তন স্থলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা সহ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট তাদের পরিবার-পরিজন, কমিউনিটির নের্তৃস্থানীয় ব্যাক্তিবর্গ, ডাক্তার, ইন্জিনিয়ার,আইনজীবি, সাংবাদিক উপস্থিত ছিলেন।