মাদ্রাসা ছাত্র ফারুক উদ্ধারের ঘটনা নাটক : হেফাজত
মাদ্রাসাদরাদ্রাসা ছাত্র ফারুক উদ্ধার ঘটনাটি নাটক বলে অভিযোগ করেছে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী একথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, গত বছরের ৫ মের শাপলা চত্বরের কালো রাতে কথিত নিখোঁজ ফারুককে পুলিশ প্রশাসন উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বলে যে-প্রচারণা বিভিন্ন মিডিয়ায় চলছে, কিছু রহস্যময় কারণে এই ঘটনা এখনো অস্পষ্ট। বিবৃতিতে বলা হয়, ফারুক বলেছে, লেখাপড়া ভালো লাগে না বলেই সে এতদিন পালিয়ে ছিল। কিন্তু ৫ মের শাপলা চত্বরের গণঅবস্থানে তার অংশগ্রহণের ব্যাপারে সে কিছুই বলছে না। আর তাছাড়া ঘটনার দিন থেকে সে বাড়িতে না ফিরে মাজারে মাজারে ঘুরে বেড়াবে কেন? বিবৃতিতে তিনি আরো বলেন, ফারুকের বাবা-মা মিডিয়ায় কোনো ধরণের বক্তব্য দেয়া থেকে বিরত রয়েছেন। তারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে আগে কখনো যোগাযোগ করেননি কেন? কথিত উদ্ধার ফারুক নিজেই তার পরিবারকে ফোন করে তার অবস্থানের কথা জানিয়েছে। পরে তার পরিবার থানায় গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ফারুককে ফিরিয়ে আনে। তাহলে পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে কীভাবে? সে তো লেখাপড়া ফাঁকি দিয়ে আনন্দে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে! আজিজুল হক ইসলামাবাদী বলেন, একটা সাধারণ ঘটনাকে অতিরঞ্জিত করে যেভাবে নাটক সাজিয়ে হেফাজতের ঈমানি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দাজনক। এটা কখনোই কাম্য হতে পারে না।