ক্রিমিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
ক্রিমিয়ার ওপর বানিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করেন। এই নিষেধাজ্ঞা আরোপের ফলে ক্রিমিয়াতে যুক্তরাষ্ট্রের কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসা পরিচলনা করতে পারবে না। পাশাপাশি ওই অঞ্চলে বসবাসকারী ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে কোনও কিছু আমদানি কিংবা যুক্তরাষ্ট্রে কোনও কিছু রপ্তানি করতে পারবে না।
ক্রিমিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সম্পর্কে ওবামা বলছেন, তিনি কিছুতেই রাশিয়ার ক্রিমিয়া দখলকে সমর্থন জানাতে পারেন না। তিনি বলেন, রাশিয়া ক্রিমিয়া দখল করে ইউক্রেনকে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছে। এখন ক্রিমিয়ার দেখাদেখি পূর্ব ইউক্রেনের দন্তেস্ক ও লুনেস্ক সহ আশে পাশের অঞ্চল স্বাধীনতা ঘোষণা দিয়েছে।
ওবামা বলেন, রাশিয়ার উচিত সেপ্টেম্বরে ইউক্রেন ও বিদ্রোহীদের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছে তা মেনে চলা।
এদিকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নতুন কোনও নিষেধাজ্ঞা আরোপ করেছে কিনা তা নিয়ে অস্পষ্টতা চলছে। বিবিসির খবর বলা হচ্ছে রাষ্ট্রপতি বারাক ওবামা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। অন্যদিকে এএফপির খবর বলা হচ্ছে ওবামা রাশিয়ার ওপর সিনেট পাশকৃত নতুন নিষেধাজ্ঞামূলক প্রস্তাবে স্বাক্ষর করেছেন।