ব্রিটেনের ৪২ শতাংশ মানুষ ই ইউ ত্যাগ করতে চায়
ব্রিটেনের প্রতি ১০ জনের মধ্যে চার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ই ইউ ত্যাগের পক্ষে বলে নতুন এক মতামত জরিপে উঠে এসেছে। দেশটিতে ইউরোপীয় ইউনিয়ন বিরোধী দিনে দিনে বাড়ছে তাই এই মতামত জরিপের মধ্য দিয়ে ওঠে এসেছে।
ওয়ান পোল নামের একটি জরিপকারী সংস্থা ব্রিটিশ চ্যানেল আইটিভি’র জন্য এ মতামত জরিপ চালিয়েছে। এতে দেখা যাচ্ছে, ২৮টি দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে মত দিয়েছে ব্রিটেনের ৪২ শতাংশ মানুষ। অন্যদিকে ৩২ শতাংশ ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মত দিয়েছে। মতামত জরিপে অংশগ্রহণকারী বাকিরা এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে এতে দেখা গেছে।
এ ছাড়া, ইইউ’র অন্যান্য দেশের নাগরিকদের ব্রিটেনের ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত ব্যক্ত করেছেন ৬০ শতাংশ। কিন্তু ব্রিটিশ শ্রমিকরা যেন এ গোষ্ঠীভুক্ত যে কোনো দেশে কাজ করতে পারে পক্ষে মত ব্যক্ত করেছে ৬১ শতাংশ।
অবশ্য ইইউ ত্যাগের মনোভাব দিনে দিনে বাড়ছে ব্রিটেনে।