দেবযানীকে দায়িত্ব থেকে অব্যাহতি
সংবাদমাধ্যমের সামনে বিনা অনুমতিতে মুখ খোলার খেসারৎ দিতে হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুল আলোচিত কর্মকর্তা দেবযানী খোবরাগাড়েকে। তাকে বরখাস্ত করা না হলেও দায়িত্বপূর্ণ পদে রাখা হচ্ছে না।
‘কম্পালসারি ওয়াচ’-এ পাঠানো হয়েছে ভিসা জালিয়াতির অভিযোগে গত ডিসেম্বরে ওয়াশিংটন থেকে গ্রেফতার হওয়া ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার আগে মন্ত্রণালয়ের অনুমতি নেননি ওই কূটনীতিবিদ।
এর ফলে আপাতত কোনো কাজ রইল না দেবযানীর। যদিও কূটনীতিক পদ বহাল রইল তার। যদিও সংবাদমাধ্যমের একাংশের এও যুক্তি, সংবাদমাধ্যমের সামনে দেবযানীর ইন্টারভিউ নয়, তার সন্তানদের বিদেশি নাগরিকত্বই কাজ হারানোর মূল কারণ।
ভিসা জালিয়াতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটন থেকে গ্রেফতার হন ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। দেবযানীর গ্রেফতারিতে শুরু হয় ভারত-মার্কিন কূটনৈতিক টানাপোড়েন। গ্রেফতারির জবাবে ভারতে মার্কিন কূটনীতিকদের সুযোগসুবিধা কমিয়ে দেয়া হয়। ইতিমধ্যে ওবামা প্রশাসন দেবযানীকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। যার জেরে মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে ভারত।